ঢাকা: এবারের চ্যাম্পিয়নস লিগে স্প্যানিস ক্লাব বার্সেলোনা শিরোপা জিতবে বলে মনেকরেন প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। আসরের কোয়ার্টার ফাইনালের দুই লেগেই বার্সার কাছে হেরে বিদায় নিয়েছে ইব্রার দল পিএসজি।
কাতালানদের ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে দ্বিতীয় লেগে জয় পায় লুইস এনরিকের শিষ্যরা। এর আগে পিএসজি’র ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে প্রথম লেগে ৩-১ গোলে জয় পেয়েছিল বার্সা।
এদিকে এ ম্যাচের ফলাফলে কোন রকম বিরুপ মতামত পোষণ করেন নি ইব্রা। তবে তিনি পিএসজি থেকে এনরিক শিষ্যদের খেলার ধরণের প্রসংশা করেছেন।
এক সাক্ষাৎকারে ইব্রা বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে। বার্সা অমাদের থেকে ভালো একটি দল। তারা ভালো দল তাই জয় তাদেরই প্রাপ্য। ’
পরে সুইডিশ অধিনায়ক আরো যোগ করেন, ‘আমি বিশ্বাস করি বার্সেলোনা এবারের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতবে। ’
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এমএমএস