ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভুটানের জালে বাংলাদেশের ১৬ গোল!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
ভুটানের জালে বাংলাদেশের ১৬ গোল! ছবি: সংগৃহীত

ঢাকা: সোমবার থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হয়েছে এএফসি অনূর্ধ্ব-১৪ গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের খেলা। এ আসরে ‘সাউথ এ্যান্ড সেন্ট্রাল জোন’-এ পড়েছে বাংলাদেশ।



গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের সঙ্গে আছে ভারত ও ভুটান। প্রথম ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশের বালিকার। কিন্তু বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ১৬-০ গোল বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ম্যাচে হ্যাটট্রিক করেন সানজিদা, মারিয়া ও মৌসুমী।

বুধবার আর্মি ফিজিক্যাল সেন্টার স্টেডিয়ামে প্রতিপক্ষ ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ বালিকা ফুটবল দল। প্রথমার্ধে বাংলাদেশ দল এগিয়ে ছিল ৮-০ গোলে।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফরোয়ার্ড মারজিয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপরই শুরু হয় কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যদের গোল বন্যা। ফরোয়ার্ড স্বপ্না ১২ মিনিটে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।

মিডফিল্ডার মারিয়া ১৪ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোল করেন। মিডফিল্ডার মৌসুমী ১৯ মিনিটে ব্যবধান বাড়ান (৫-০)। মারিয়া ২৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করলে হয় (৬-০)। আর ফরোয়ার্ড সানজিদা ম্যাচের ২৬ মিনিটে গোলের খাতা খোলেন (৭-০)।

তিন মিনিট পরেই আবারও মারিয়ার গোল এবং ম্যাচের প্রথম হ্যাটট্রিক (৮-০)। প্রথমার্ধে আট গোলের লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ দল।

দ্বিতীয়ার্ধে জুড়েও চলে এই গোল উৎসব। ম্যাচে ৩৮ মিনিটে আবারো গোল (৯-০)। ৪২ মিনিটে মারজিয়া করেন নিজের দ্বিতীয় গোল (১০-০)। ৪৪ মিনিটে মৌসুমী করেন নিজের দ্বিতীয় গোল (১১-০)। দুই মিনিট পরেই আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মৌসুমী (১২-০)।

ম্যাচের ৪৯ মিনিটে হ্যাটট্রিক করেন সানিজদা (১৩-০)। পরের মিনিটেই আরেকটি গোল করেন সানজিদা (১৪-০)। মিডফিল্ডার তহুরা ৫৫ মিনিটে বদলী হিসেবে মাঠে নেমে ৫৭ মিনিটেই গোল করে লিড বাড়ান (১৫-০)। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচের শেষ ও নিজের চতুর্থ গোল করেন মারিয়া (১৬-০)।

এ জয়ের ফলে ভারতকে পেছনে ফেলে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সেই সাথে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেল তারা। ২ খেলায় ১ জয় ও ১ ড্রতে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান ম্যাচে ভারতেরও সমান পয়েন্ট। তবে গোল ব্যবধানে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ।

বাংলাদেশ গোল করেছে ১৭টি, খেয়েছে ১টি । ওদিকে ভারত গোল করেছে ১৩টি, হজম করেছে ১টি। ২ খেলার প্রতিটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ২৮ গোল হজম করা ভুটান।

বাংলাদেশ দল: তাসলিমা (মাহমুদা) শামসুন নাহার, রুমা আক্তার (নাজমা), শিউলি আজিম, নার্গিস খাতুন, সানজিদা আক্তার, মিরশাত জাহান মৌসুমী, কৃষ্ণ রানী সরকার: অধিনায়ক (মনিকা), মারজিয়া (তহুরা খাতুন), সিরাত জাহান স্বপ্না (রাজিয়া খাতুন), মারিয়া মান্দা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা,২২ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।