ঢাকা: এ বছরের শুরুতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে কোপা দেল রের নকআউট পর্ব থেকেই বিদায় নেয় রিয়াল মাদ্রিদ। অবশেষে মধুর প্রতিশোধই নিল গ্যালাকটিকোরা।
ভিসেন্তে কালদেরন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি গোলশূণ্য ড্র হয়। ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের তিন তারকা ফুটবলার করিম বেনজেমা, লুকা মডরিচ ও গ্যারেথ বেল ইনজুরির কারণে ছিল দলের বাইরে।
তারপরও বার্নাব্যুতে নিজের আধিপত্য বজায় রাখে স্বাগতিক রিয়াল। কিন্তু, কাঙ্ক্ষিত গোলের দেখাই কেবল পাচ্ছিল না। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে সার্জিও রামোসের পায়ে সরাসরি ট্যাকল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন অ্যাতলেতিকোর মিডফিল্ডার আরদা তুরান। এরপর আক্রমনের গতি বাড়ালেও অ্যাতলেতিকোর ডিফেন্স ভাঙতে পারছিল না রোনালদো-ক্রুসরা।
খেলা যখন শেষের পথে তখনই জয়ের উপলক্ষ পায় রিয়াল। ৮৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো ডানপ্রান্ত দিয়ে ডি-বক্সে ঢুকে সতীর্থ হাভিয়ের হার্নান্দেজকে বল দিলে তা জালে জড়িয়ে দেন এই মেক্সিকান স্ট্রাইকার। সঙ্গে সঙ্গেই উৎসবে মাতে গ্যালারিতে থাকা হাজার হাজার রিয়াল সমর্থক। পরে আর ম্যাচে ফিরতি পারেনি দিয়েগো সিমিওনের শিষ্যরা।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম