ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

এক যুগ পর শেষ চারে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৬, এপ্রিল ২৩, ২০১৫
এক যুগ পর শেষ চারে জুভেন্টাস সংগৃহীত

ঢাকা: মোনাকোর বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ গোলশূণ্য ড্র হলেও প্রথম লেগের একমাত্র গোলেই চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। এরই সুবাদে ইতালিয়ান জায়ান্টদের এক যুগের অপেক্ষার অবসান ঘটলো।

সর্বশেষ ২০০৩ সালের ফাইনালে এসি ‍মিলানের কাছে হারের পর আর সেমিতে উঠতে পারেনি জুভিরা।

স্টেড লুইস টু স্টেডিয়ামে কিছুটা রক্ষনাত্মক ফুটবল খেলে জুভেন্টাস। এর আগে প্রথম লেগের ম্যাচে আরতুরো ভিদালের পেনাল্টি গোলের কল্যাণে ১-০ গোলে এগিয়ে থাকে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা। তাই এ ম্যাচে হার এড়ালেই পরের ধাপ নিশ্চিত। অন্যদিকে স্বাগতিক হিসেবে প্রথম থেকেই প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যস্ত রাখে মোনাকো।

পুরো ম্যাচে দু’দলই গোলমুখে একটি করে শট নিতে সমর্থ হয়। তবে, বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল স্বাগতিকরা। জুভিরা আক্রমণ করার চেয়ে নিজেদের ডিফেন্স ঠিক রাখতেই বেশি ব্যস্ত থাকে। অপরদিকে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি মোনাকোর ফুটবলাররা।

নির্ধারিত সময়ের এক মিনিট আগে আন্দ্রেয়া পিরলোর ফ্রি-কিক ক্রসবারে না লাগলে লিড নিতে পারত জুভেন্টাস। শেষ অবদি কোনো গোল না হলেও পেরেইরা-তেভেজ-পিরলোরা সেমিতে উঠার তৃপ্তি নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।