ঢাকা: ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগের চার সেমিফাইনালিস্ট দল নির্ধারিত হয়েছে। আগামীকাল (২৪ এপ্রিল) সুইজারল্যান্ডের নিওনে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যকার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে।
কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে প্যারিস সেইন্ট জার্মেইনকে (পিএসজি) ৫-১ গোলে বার্সা, পোর্তোকে ৭-৪ গোলে বায়ার্ন, মোনাকোকে ১-০ গোলে জুভেন্টাস ও নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারায় রিয়াল।
আগামী ৫/৬ মে সেমিফাইনালের প্রথম লেগ ও ১২/১৩ মে ফিরতি পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ জুন জার্মানির বার্লিনে অবস্থিত অলিম্পিয়াস্তাদিন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই আসরের পর্দা নামবে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার শীর্ষে এই চার দলের কোনো ফুটবলার নেই। তবে, সমান আট গোল করে তালিকার দুই ও তিন নম্বরে আছেন বার্সার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো।
শীর্ষে আছেন নকআউট পর্ব থেকে বাদ যাওয়া শাখতার দোনেস্কের লুইস আদ্রিয়ানো। ২৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার করেন ৯ গোল।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম