ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টি-শার্ট পরায় বিপাকে গার্দিওলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
টি-শার্ট পরায় বিপাকে গার্দিওলা পেপ গার্দিওলা

ঢাকা: ব্রাজিলে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক জর্জ টোপো লোপেজ। তার মৃত্যুটি নিছকই দুর্ঘটনা নয়, বরং বিভিন্ন মহল থেকে একে হত্যা বলে দাবি করা হয়।

যা নিয়ে গোটা বিশ্বেই তোলপাড় সৃষ্টি হয়।

সম্প্রতি লোপেজের মৃত্যুর সঠিক তদন্ত করার দাবিতে প্রচারণামূলক কর্মের জন্য উয়েফার বিরাগভাজন হন পেপ গার্দিওলা।

সোমবার (২০ এপ্রিল) পোর্তোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে কালো রঙের টি-শার্ট গায়ে উপস্থিত হন বায়ার্ন মিউনিখের কোচ গার্দিওলা। যাতে স্প্যানিশ ভাষায় লেখা ছিল ‘জাসটিসিয়া পারা টোপো’। অর্থাৎ, টোপোর জন্য ন্যায়বিচার চাই।

এতে শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে দাবি করে উয়েফা। তাদের পক্ষ থেকে জানানো হয়, আর্জেন্টিনার সাংবাদিকের মৃত্যুটি মাঠের বাইরের ঘটনা। কিন্ত, গার্দিওলা টি-শার্ট গায়ে তারই ক্যাম্পিং করতে প্রেস কনফারেন্সে এসেছেন। যা উয়েফার কোড ‍অব কন্ডাক্ট অনুযায়ী শৃঙ্খলা ভঙের শামিল। এ বিষয়টি আগামী ২১ মে উয়েফার কন্ট্রোল, ইথিক্সস ও ডিসিপ্লিনারি বডির মিটিংয়ে তুলে ধরা হবে।

৯ জুলাই ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটি লোপেজের কাভার করার কথা ছিল। কিন্তু, ম্যাচ শুরুর আগে ট্যাক্সি ক্যাবে করে আসার সময় পুলিশের ধাওয়ায় চুরি হওয়া কারের ধাক্কায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

পরে ডাচদের বিপক্ষে জয় লোপেজকে উৎসর্গ করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। এ আর্জেন্টাইন সাংবাদিকের সন্দেহজনক মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে অনেক কিংবদন্তি ফুটবলার জোড় দাবি জানায়। তেমনি করে গার্দিওলাও একাত্বতা প্রকাশ করেন। যদিও, ব্রাজিল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট কোনো সুরাহা করা হয়নি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘন্টা, এপ্রিল ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।