ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্ব শেষে সেমিফাইনালের টিকিট করে নিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ।
শীর্ষ এ চার দলকে নিয়ে চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
৩৪ বছর বয়সী ইংল্যান্ড জাতীয় দলের সাবেক মিডফিল্ডার হারগ্রেভস বলেন, শীর্ষ চার দলের মধ্যে বায়ার্নই এগিয়ে। তারাই চলতি আসরের শিরোপার দাবীদার।
স্প্যানিশ লা লিগার চলতি আসরে শীর্ষে থাকা বার্সেলোনা প্রসঙ্গে বায়ার্নের হয়ে ১৪৫ ম্যাচ খেলা হারগ্রেভস বলেন, বার্সা অনেক শক্তিশালী দল, যখন তারা বল পায়ে সামনের দিকে এগিয়ে যায়। বার্লিনের ফাইনালে কাতালানরাও শিরোপা উঁচিয়ে ধরার মতো দল। তাদের দলে বেশ কিছু অ্যাটাকিং ফুটবলার রয়েছে। কিন্তু আমার বিশ্বাস বায়ার্নের বর্তমান দলটি বার্সার থেকেও এগিয়ে। কারণ বায়ার্নের এ দলটি বলের বিপক্ষেও বেশ শক্তিশালী।
শুক্রবার (২৪ এপ্রিল) সুইজারল্যান্ডের নিওনে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মধ্যকার সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে পোর্তোকে ৭-৪ গোলের ব্যবধানে হারায় বায়ার্ন। প্রথম লেগে ৩-১ গোলে হেরে যাওয়া গার্দিওলার শিষ্যরা ফিরতি লেগে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় লেগে ৬-১ গোলে পোর্তোকে উড়িয়ে দিয়ে সেমির টিকিট নিশ্চিত করে বায়ার্ন।
ইংলিশদের হয়ে ৪২ ম্যাচ খেলা হারগ্রেভস ২০০১ সালে বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন আর ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আবারো এ শিরোপা হাতে নেন।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
এমআর