ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেখ জামালের ঘাম ঝরানো জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
শেখ জামালের ঘাম ঝরানো জয় ফাইল ফটো

ঢাকা:  চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বর্তমান লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ২-১ গোলে অপেক্ষাকৃত দুর্বল টিম বিজেএমসির বিপক্ষে জয় লাভ করেছে।

এ ম্যাচে জামালের হয়ে গোল করেছেন ওয়েডসন ও এমেকা ডালিংটন।

টিম বিজেএমসির হয়ে একমাত্র গোলটি করেছেন স্যামসন ইলিয়াসু।

ম্যাচের ৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। জামালের হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এনসেলমে বল নিয়ে বিজেএমসির  বক্সে ঢুকে পড়েন। আর বক্সে ঢুকে শটও নিয়েছিলেন তিনি, কিন্তু বিজেএমসির গোলরক্ষক নাঈম বল
গ্রিপে নিয়ে নেয়।

এরপর একাধিক আক্রমণে যায় শেখ জামাল। তবে ২৩ মিনিটে উল্টো গোল হজম করে চ্যাম্পিয়নরা। জামালের বক্সের বাইরে থেকে শক্তিশালী শটে গোল করেন বিজেএমসির অধিনায়ক স্যামসন ইলিয়াসু (১-১)।

তবে এই লিড বেশি সময় ধরে রাখতে ব্যর্থ হয় বিজেএমসি। ৩২ মিনিটে সমতায় ফেরে ধানমন্ডি পাড়ার দলটি। এ সময় বল নিয়ে বিজেএমসির বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন হাইতিয়ান ওয়েডসন (১-১)। প্রথমার্ধে ১-১ গোলের সমতায় থেকে বিশ্রামে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে উঠে জামাল। কিন্তু টিম বিজেএমসিও কম যায়নি। একাধিকবার জামালের আক্রমণ রুখে দেয় বিজেএমসির রক্ষণভাগ। ম্যাচের ৫৩ মিনিটে সহজ সুযোগ মিস করে দলটি। প্রতিপক্ষ বক্সে ঢুকে বিজেএমসির নাবিব নেওয়াজের শট ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করে দলকে রক্ষা করেন জামালের গোলরক্ষক।

তবে ৭৩ মিনিটে ব্যবধান বাড়ায় শেখ জামাল। মামুনুলের ফ্রি-কিকে উড়ন্ত বলে হেড করে বিজেএমসির জালে জড়িয়ে দেন জামালের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডালিংটন (২-১)।

নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ার ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শেখ মারুফুল হকের শিষ্যরা।

এ জয়ের ফলে ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে জামাল। আর ৫ ম্যাচে টিম বিজেএমসির সংগ্রহ ১ পয়েন্ট, অবস্থান অষ্টম।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।