ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশজুড়ে দাবাড়ু তৈরির উদ্যোগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
দেশজুড়ে দাবাড়ু তৈরির উদ্যোগ

ঢাকা: আগামী ১ মে থেকে শুরু হবে ‘বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশিপ’ এর প্রাথমিক পর্বের প্রথম আসর। এবারের আসরটি আয়োজন করেছে গোল্ডেন স্পোর্টিং ক্লাব।



এবারের প্রতিযোগিতার লক্ষ্য হচ্ছে এ আসরের মাধ্যমে দেশের দাবাড়ুদের কেন্দ্রীয় কাঠামোতে এনে একটি শক্তিশালী দাবা নেটওয়ার্ক গঠন করা। আগামী ২/৩ বছরের মধ্যে ২০০০+ রেটেড দাবাড়ু সৃষ্টি করাও আসন্ন আসরের লক্ষ্য থাকবে।

বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশিপের প্রাথমিক পর্যায়গুলোতে বাংলাদেশের প্রতিটি বিভাগে একটি করে উন্মুক্ত আন্তর্জাতিক ফিদে রেটিং দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

প্রত্যেক বিভাগ থেকে ৪ জন করে শীর্ষ খেলোয়াড় বাছাই করা হবে এবং প্রতিটি বিভাগ থেকে ৪ জন করে নিয়ে মোট ২৮ দাবাড়ু ও বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার, আন্তর্জাতিক মাস্টার এবং ফিদেমাস্টারদের নিয়ে মূল বিভাগীয় দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।

আর চূড়ান্ত পর্ব থেকে ১০ শীর্ষ দাবাড়ুদের বিভাগীয় চ্যাম্পিয়নশিপ ট্রফি ও সনদ প্রদান করা হবে। প্রতিটি বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় প্রাইজমানি হিসেবে ন্যূনতম এক লাখ টাকা বিজয়ী দাবাড়ুদের প্রদান করা হবে। তবে চূড়ান্ত পর্বের ট্রফি ও সনদ ছাড়া প্রাইজমানি এখনও নির্ধারিত হয়নি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।