ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ট্রেবল জয়ের কাছাকাছি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ট্রেবল জয়ের কাছাকাছি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: লুইস এনরিকের অধীনে এই মৌসুমের সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলার অপেক্ষায় বার্সেলোনা। পেপ গার্দিওলা কোচ থাকাকালীন ২০০৮-০৯ মৌসুমে সর্বশেষ ট্রেবল শিরোপা জিতে কাতালানরা।

এবারও সেটির পুনরাবৃত্তি হবে বলে আশা প্রকাশ করেছেন বার্সার মধ্যমাঠের অতন্দ্র প্রহরী আন্দ্রেস ইনিয়েস্তা।

ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পরবর্তী ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে মেসি-নেইমার-সুয়ারেজরা।

এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা বলেন, ‘আমরা এখন খুবই ভালো অবস্থানে রয়েছি। প্রতি বছরই যেন এমন পারফরম্যান্স বজায় থাকে সেটিই আমাদের প্রত্যাশা। ট্রেবল জয় থেকে আমরা আর এক ধাপ দূরে। এখন চূড়ান্ত সাফল্য পেতে চাই। ’

স্প্যানিশ মিডফিল্ডার আরও বলেন, ‘শিরোপা জেতাটা প্রত্যেকের জন্যই অবিশ্বাস্য প্রাপ্তি। প্রতি মৌসুমেই চ্যালেঞ্জ ‍থাকে। সেদিক থেকে এই বছরটা আমাদের খুবই ভালো যাচ্ছে। দলের সবাই নিজেদের সেরাটা দিচ্ছে। শক্তিশালী প্রতিপক্ষদের হারিয়েই এই অবস্থানে আসতে পেরেছি। বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের ৩-০ গোলের জয়টিই আমাদের অনেকটা এগিয়ে রাখে। ফিরতি পর্বের ম্যাচে নেইমারের দুই গোল তা আরো নিশ্চিত করে দেয়। ’

উল্লেখ্য, ৩০ মে কোপা দেল রের ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সা। আর ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাতালানদের সম্ভাব্য প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ অথবা জুভেন্টাস। আজ (বুধবার) রাতেই তা নির্ধারিত হবে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘন্টা, মে ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।