ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইতিহাস গড়তে চান আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ইতিহাস গড়তে চান আনচেলত্তি

ঢাকা: রিয়াল মাদ্রিদের কোচ হয়েই বাজিমাত করেন কার্লো আনচেলত্তি। প্রথম মৌসুমেই তার অধীনে লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) সহ উয়েফা সুপার কাপ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড ক্লাব ও কোপা দেল রের শিরোপা ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।

এ মৌসুমেও চ্যাম্পিয়নস লিগ জিতে ইতিহাস গড়ার দিকে দৃষ্টি রাখছেন এই ইতালিয়ান কোচ।

জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরে যায় রিয়াল। আজ (বুধবার) রাতে নিজেদের মাঠে ১-০ গোলে জিতলেই অ্যাওয়ে গোলের সুবাধে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠে যাবে গ্যালাকটিকোরা। এমনটি ঘটলে শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেন, ‘খেলোয়াড়দের পুরো মনোযোগটাই এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের দিকে। ব্যাক টু ব্যাক শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করাটাই রিয়ালের লক্ষ্য। এটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ, আমরা আবারো শিরোপা জয়ের পথে এগোচ্ছি। ’

ইতালিয়ান কোচ আরও উল্লেখ করেন, ‘দলের সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। করিম বেনজেমা এখন শতভাগ ফিট। জুভেন্টাসের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে। তার উপস্থিতি আক্রমণভাগের গতি বাড়াবে। সব মিলিয়ে আমাদের দৃষ্টি সীমানায় এখন বার্লিনের ফাইনাল। ’

উল্লেখ্য, জুভেন্টাসের হয়েই নিজেদের পেশাদার কোচিং ক্যারিয়ার শুরু করেন আনচেলত্তি। এরপর এসি মিলান, চেলসি, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এর মতো বিশ্বসেরা ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে ২০০৩ ও ২০০৭ সালে দু’বার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয় ইতালিয়ান জায়ান্ট মিলান।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘন্টা, মে ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।