ঢাকা: আজ রাতেই নিশ্চিত হয়ে যাবে আগামী ৬ জুন বার্লিনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কোন ক্লাবটি দ্বিতীয় দল হিসেবে শিরোপার জন্য লড়বে। সান্থিয়াগো বার্নব্যুতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাত পৌনে একটায় মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস।
এর আগে সেমিফাইনালের দুই লেগ মিলিযে ৫-৩ এগ্রিগেটে বায়ার্ন মিউনিখকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা।
এদিকে আজকের খেলায় জয় বা ড্রই ফাইনালে উঠাতে পারে জুভিদের। কারণ তুরিনে প্রথম লেগে ইতালিয়ান চ্যাম্পিয়নরা ২-১ গোলে জিতে এগিয়ে আছে। অন্যদিকে রিয়ালের জন্য সমীকরণটা কঠিন হলেও ১-০ গোলের জয় স্প্যানিশ জায়ান্টদের নিয়ে যেতে পারে দ্বিতীয়বারের মত ফাইনালে। এ ম্যাচে কার্লোস আনচেলত্তির শিষ্যরা জুভাদের মাঠে (অ্যাওয়ে) গোল করার সুবিধা পাবে।
প্রথম লেগে আলভারো মোরাতার গোলে লিড পেয়েছিল সিরিআ চ্যাম্পিয়নরা। তবে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে সমতায় ফেরে রিয়াল। কিন্তু খেলার ৫৭ মিনিটে কার্লোস তেভেজের পেনাল্টি থেকে পাওয়া গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছিল ম্যাসিমিলিয়ানোর শিষ্যরা।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচের পর অবশ্য দু’দলই নিজ নিজ লিগ ম্যাচে ড্র করেছিল। জুভিরা ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে কাগলিয়ারির বিপক্ষে আর ভ্যালেন্সিয়ার কাছে হারতে বসা রিয়াল শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে।
এদিকে রক্ষণভাগে জোর দেয়া জুভেন্টাস আজকের ম্যাচে আক্রমণাত্বক হয়ে খেলবে জানিয়ে দলটির ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি বলেন, ‘আমাদের এ ম্যাচে গোল করতে হবে। কারণ আমরা জানি রিয়ালের বিপক্ষে রক্ষণাত্বক হয়ে খেললে সমস্যা হবে। ’
তবে প্রথম লেগে হেরে পিছিয়ে থাকলেও এ ম্যাচে কোন রকম ভয় পায় জানিয়ে গ্যালাকটিকো স্ট্রাইকার জেমস রদ্রিগেজ বলেন, ‘বিশ্ব ফুটবলে আমরা প্রত্যেকটি ক্লাবকেই সম্মান করি। তবে আমরা কাউকে ভয় পাই না। ’
রিয়াল এ ম্যাচেও পাচ্ছে না মিডফিল্ডার লুকা মদ্রিচকে। তবে প্রায় এক মাস ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা স্ট্রাইকার করিম বেনজেমাকে মাঠে নামাতে আশাবাদী আনচেলত্তি। কিন্তু ভ্যালেন্সিয়ার বিপক্ষে পেশী ইনজুরিতে পড়া টনি ক্রুসকে নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছে রিয়াল।
জুভেন্টাস অবশ্য এ ম্যাচে নিজেদের শক্তি বাড়িয়ে মাঠে নামতে পারছে। কারণ ইনজুরি থেকে ফিরে লিগ ম্যাচে দলটির হয়ে একমাত্র গোল করেন তারকা পল পগবা। তার ফিরে আসায় কপালে চিন্তার ভাজ পড়বে প্রতিপক্ষ রিয়ালেরও। তবে হাঁটুর ইনজুরি কারণে ইতালিয়ানদের দলে থাকছেন না কাওদো আশামোয়া ও মার্টিন সেসেরেস।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এমএমএস