ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পরাগ একক ভাবে শীর্ষে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, মে ১৩, ২০১৫
পরাগ একক ভাবে শীর্ষে ছবি : সংগৃহীত

ঢাকা: বরিশালে চলমান ১০ম অমৃত লাল দে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

আর পাঁচ পয়েন্ট নিয়ে তিতাস ক্লাবের শফিক আহমেদ দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে চার পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ৬ জন খেলোয়াড়। এরা হলেনঃ বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, খুলনার চল কুমার ঘোষ, মীর চেস ক্লাবের আব্দুল মোমিন ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের দেওয়ান শহিদুল আমিন।

বুধবার ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় পরাগ সাইফুল ইসলাম চৌধুরীকে, শফিক মোহাম্মদ এনায়েত হোসেনকে, আবু তালেব কুরানুকে ও মোমিন কিংশুক দাসকে পরাজিত করেন। নাসির আমিনের সাথে, দেবরাজ শহিদুলের সাথে ও আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ শওকত হোসেন পল্লবের সাথে ড্র করেন।

আগামীকাল বৃহস্পতিবার একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ইয়া/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।