ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সার্বিক ব্যবস্থাপনায় এবং হোটেল অস্টার ইকো’র পৃষ্ঠপোষকতায় কক্সবাজার ঊর্মি পয়েন্টে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে “হোটেল অস্টার ইকো প্রথম বীচ রাগবি প্রতিযোগিতা-২০১৫”।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ রাগবি ফেডারেশনের কর্মকর্তারা।
কক্সবাজারের নান্দনিক ঊর্মি পয়েন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ মে। এবারের প্রথম অনুষ্ঠিত এই বীচ রাগবিতে অংশ নিচ্ছে মোট ৫টি দল। অংশ নেয়া দলগুলো হলো : চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা লাল দল, বাংলাদেশ এ্যামেচার রাগবি ক্লাব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবুজ ও কক্সবাজার জেলা দল।
১৫ মে শুক্রবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
প্রতিযোগিতার বাজেট ধরা হয়েছে এক লক্ষ ৫০ হাজার টাকা। এছাড়া পৃষ্ঠপোষক হোটেল অস্টার ইকো সকল দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের থাকা ও খাবার প্রদান করবে। এছাড়া অংশ নেয়া প্রতিটি দলকে ফেডারেশনের পক্ষ থেকে টি শার্ট প্রদান করা হবে। ৩১ গুন ২৫ মিটার আয়তকার মাঠে অনুষ্ঠিত ফাইভ এ সাইড প্রথম বীচ রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল পুরস্কার হিসেবে পাবে ট্রফি ও মেডেল।
উল্লেখ্য, প্রতিযোগিতার শেষ দিন ১৬ই মে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত জনসচেনতা বৃদ্ধির জন্য ক্লিন বীচ কর্মসূচি পালন করবে বাংলাদেশ রাগবি ফেডারেশন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
ইয়া/এমএমএস