ঢাকা: ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকে ন্যু ক্যাম্পে ভেড়াতে তার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতে করফাঁকি দেওয়া হয়েছে- এমন অভিযোগ এনে শীর্ষ ফুটবল ক্লাব বার্সেলোনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন স্পেনের একটি আদালত।
বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ, তার পূর্বসুরী সান্দ্রো রোজেল ও বিবাদী হিসেবে ক্লাবটির বিরুদ্ধে বুধবার (১৩ মে) মাদ্রিদের ন্যাশনাল কোর্ট এ আদেশ দেন।
কাতালান ক্লাবটির কর্মকর্তারা সবসময়ই বলে আসছেন, নেইমারকে স্বদেশের ক্লাব সান্তোস থেকে দলে ভেড়াতে ২০১৩ সালে ৫৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে তার সঙ্গে চুক্তি করেছে বার্সেলোনা। কিন্তু আদালতের সন্দেহ, ওই বিনিময় চুক্তি ছিল ৮৩ মিলিয়ন ইউরোর, আর সেটা রোজেল ও বার্তোমেউ আয়কর বিভাগের কাছে লুকিয়েছেন।
বিচারপতি হোসে দ্য ল্য মাতার আদালত আদেশে বলেন, নেইমারের সঙ্গে চুক্তির সময় ক্লাবের অ্যাকাউন্টে তারা (রোজেল ও বার্তোমেউ) যে অর্থ দেখিয়েছেন, তার চেয়ে অনেক বেশি খরচ হবে বলে তারা জানতেন, এর পক্ষে প্রমাণও আছে।
আদালতের এ আদেশের জবাবে নিজেদের উত্তর দেওয়ার জন্য বিবাদীদের ১০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে, বিচার শুরুর জন্য কোনো দিন ধার্য করেননি আদালত।
স্থানীয় সংবাদমাধ্যম বলছে, বার্সেলোনা যখন ট্রেবল অর্থাৎ একসঙ্গে তিন শিরোপা (স্প্যানিশ লিগ, স্প্যানিশ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ) জেতার দ্বারপ্রান্তে ঠিক তখনই ক্লাবটির বিরুদ্ধে এ আদেশ দিলেন আদালত।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এইচএ