ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, মে ১৪, ২০১৫
দুই ম্যাচের জন্য নিষিদ্ধ আনচেলত্তি কার্লোস আনচেলত্তি

ঢাকা: আচরণ বিধি লঙ্ঘন করায় লা লিগায় রিয়াল মাদ্রিদের পরবর্তী দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন কোচ কার্লোস আনচেলত্তি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এই নিষেধাজ্ঞা দেয় এ ইতালিয়ান কোচকে।



গত শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে লিয়ালের ড্র হওয়া ম্যাচটিতে আনচেলত্তির বিরুদ্ধে বিদ্রূপাত্মক আচরণ করার অভিযোগ ওঠে। ম্যাচের রেফারির করা এ অভিযোগে তিনি শৃঙ্খলা আইন ১১৭ ভঙ্গ করেন।

লিগে বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল নিজেদের পরবর্তী দুটি ম্যাচে এসপিওনাল ও গেটাফের বিপক্ষে পাচ্ছে না প্রধান কোচ আনচেলত্তিকে।

এদিকে গতরাতে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করে আসর থেকে বিদায় নেয় লা গ্যালাকটিকোরা। দুই লেগে মিলিয়ে ৩-২ অ্যাগ্রিগেটে হেরে টানা দ্বিতীয়বারের মত ফাইনাল হাতছাড়া হয় আনচেলত্তির শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।