ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে অধিনায়ক করে আসন্ন কোপা আমেরিকার জন্য ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন। দলটির কোচ হিসেবে থাকছেন হোসে পেকারম্যান।
ম্যানইউতে কঠিন মৌসুম পার করছেন ফ্যালকাও। চলতি মৌসুমে মাত্র ৪টি গোল করেছেন তিনি আর বেশিরভাগ ম্যাচেই সাইড বেঞ্চে তাকে সময় কাটাতে হয়েছে। তবে, কলম্বিয়ার ফুটবল ফেডারেশন তার উপর আস্থা রেখেছেন।
রিয়াল মাদ্রিদের তারকা জেমস রদ্রিগেজ রয়েছেন দলের মূল ভরসা হিসেবে। গত বিশ্বকাপের গোল্ডেন বুট পাওয়া রদ্রিগেজ ইনজুরির কারণে স্প্যানিশ জায়ান্টদের দলে দুইমাস অনুপস্থিত ছিলেন। তবে, ৪৩ ম্যাচে রিয়ালের হয়ে গোল করেছেন ১৬টি।
প্রথমবারের মতো কলম্বিয়া দলে জায়গা পেয়েছেন ক্রিস্টিয়ান বোনিল্লা ও ফ্রান্সিসকো মেজা।
কলম্বিয়া দল:
গোলরক্ষক: ক্রিস্টিয়ান বোনিল্লা, ডেভিড অসপিনা, ক্যামিলো ভারগাস।
ডিফেন্ডার: ডারউইন আন্ড্রেডে, সান্টিয়াগো আরিয়াস, পাবলো আরমেরো, এডের আলভারেস, পেদ্রো ফ্রাঙ্কো, ফ্যান্সিসকো মেজা, জোহান মোজিকা, জেইসন মুরিলো, কার্লোস ভালদেস, ক্রিস্টিয়ান জাপাতা, ক্যামিলো জুনিগা।
মিডফিল্ডার: আবেল আগুইলার, এডউইন কারডোনা, জুয়ান কুয়াদ্রাদো, ফ্রেইডি গুয়ারিন, আলেক্সাডার মেজিয়া, জুয়ান কুইন্টেরো, আন্দ্রেস রেন্টেরিয়া, জেমস রদ্রিগেজ, কার্লোস সানচেজ, এডউইন ভ্যালেন্সিয়া।
ফরোয়ার্ড: কার্লোস বাক্কা, রামাদেল ফ্যালকাও, টেওফিলো গুটিয়েরেজ, ভিক্টোর ইবারবো, জ্যাকসন মার্টিনেজ ও লুইস মুরিয়েল।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ১৪ মে ২০১৫
এমআর