ঢাকা: জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগটি ছিল রিয়াল মাদ্রিদ গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ইউরোপিয়ান লড়াইয়ের ১৫০তম ম্যাচ। চ্যাম্পিয়্নস লিগ ইতিহাসে স্প্যানিশ অভিজ্ঞ তারকা এখন যৌথভাবে জাভি হার্নান্দেজের সঙ্গে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার।
এর আগে অ্যালিয়াঞ্জ অ্যারিনায় বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১৫০তম ম্যাচ খেলার রেকর্ড গড়েছিলেন বার্সোলোনা তারকা জাভি।
এদিকে নিজের মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রাখতে পারলেন না ক্যাসিয়াস। সান্থিয়াগো বার্নাব্যু’র ম্যাচটি জুভিদের বিপক্ষে ১-১ গোলে ড্র করে রিয়াল। ফলে দুই লেগ মিলিযে ৩-২ অ্যাগ্রিগেটে হেরে আসর থেকে বাদ পড়ে লা গ্যালাকটিকোরা।
১৯৯৯ সালের ১৫ সেপ্টেম্বর অলিম্পিয়াকোসের বিপক্ষে প্রথম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ খেলেন ক্যাসিয়াস। এরপর রিয়ালের গোলবারে ভরসার নাম হওয়া ক্যাসিয়াস একে একে ১৫০টি ম্যাচ খেলে ফেলেন। তার লম্বা এ ক্যারিয়ারে তিনি লস ব্লাঙ্কসদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বাদ পান। যেখানে ১৬৭টি গোল সেভ করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এমএমএস