ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

নিজের ওপর ক্ষুব্ধ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ১৪, ২০১৫
নিজের ওপর ক্ষুব্ধ বেল সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে জুভেন্টাসের বিপক্ষে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ব্যর্থ হয় গ্যারেথ বেল। এরই খেসারত দেয় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও ৩-২ গোলের এগ্রিগেটে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করে জুভিরা। তবে, হতাশা চেপে রাখতে পারেননি ওয়েলস তারকা বেল।

বার্নাব্যুতে সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে ১-০ গোলে জিতলেই অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে উঠে যেত কার্লো আনচেলত্তির শিষ্যরা। ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে তেমটিই হলো। তবে, নিশ্চিত কয়েকটি গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন বেল। নইলে বড় ব্যবধানের জয় নিয়েই বার্লিনের ফাইনাল নিশ্চিত করতো গ্যালাকটিকোরা।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে বেল বলেন, ‘বেশ কয়েকটি সুযোগ পেয়েও আমি গোল করতে পারিনি। ভালো খেলেও ফিনিশিং জটিলতায় ভুগেছি। জুভেন্টাসের বিপক্ষে গোল না পাওয়াটা দুর্ভাগ্যজনক। তবে, চেষ্টার ক্রুটি রাখিনি। এ বছরটাই আমার খারাপ যাচ্ছে। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ’

তিনি আরও বলেন,  ‘গোলপোস্টের কাছ থেকে হেডে গোল মিস করায় আমি হতাশ। এই ম্যাচের হতাশাটা সব সময় তাড়িয়ে বেড়াবে। আশা করছি, ভুলগুলো শুধরে পরের মৌসুমে নিজের সেরাটা দিতে পারব। বিশেষ করে, ফিনিশিংয়ে কিভাবে আরো ভালো করা যায় তাতেই বেশি জোর দিতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘন্টা, মে ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।