ঢাকা: বাংলাদেশে অবস্থানকারী জাপানিজ কমিউনিটির সঙ্গে বাংলাদেশের প্রীতি বেসবল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে (শুক্রবার)। ঢাকার পল্টন ময়দানে সকাল ৮টায় খেলা শুরু হবে।
এই প্রথম বিদেশীদের সঙ্গে বাংলাদেশ বেসবল ম্যাচ খেলতে যাচ্ছে। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন জাপান-বাংলাদেশ প্রীতি ম্যাচের জন্য ২৫ জন খেলোয়াড় বাছাই করেছে। জাপানিজ কোচ হিরোকি ওয়াতেনেবে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়ে আসছেন।
উল্লেখ্য, এই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এর ডিরেক্টর (পরিচালক) ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ১৪ মে, ২০১৫
ইয়া/আরএম