ঢাকা: দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার হিসেবেই বিবেচিত। যদিও বার্সেলোনা তারকার এখনও অধরা বিশ্বকাপ ট্রফিটা ছোঁয়া হয়নি।
জনপ্রিয় নিউজ চ্যানেল সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘ফুটবল ক্যারিয়ারে আমি যে গোলগুলো করেছি তা ছিল দেখার মতো। গোল করার স্টাইল ও দর্শনীয় গোল করার ক্ষেত্রে মেসি এখনো আমার সমপর্যায়ে আসতে পারেনি। ’

মেসির খেলার ধরণ প্রসঙ্গে ম্যারাডোনা বলেন, ‘আমি মনে করি, মেসি এখনো পুরোপুরিভাবে নিজের স্টাইল বা ধরণ রপ্ত করতে পারেনি। খুব সম্ভবত দ্রুতই সে এটি আয়ত্ব করতে পারবে। কৌশলের মাধ্যমেই দ্রুততম সময়ে গোল করা সম্ভব। আমার নিজস্ব একটা স্টাইল ছিল। খেলার শুরু থেকেই এটি বজায় রাখতাম। এদিক থেকে মেসির চেয়ে আমি অনেক এগিয়ে। ’
আর্জেন্টাইন কিংবদন্তি আরও বলেন, ‘মেসি তিনশ গোল করেছে। আর আমি? মনে হয় পুরো ক্যারিয়ারে দুইশ বা এর বেশি গোল করেছি। কিন্তু মূল বিষয়টি হচ্ছে, আমার গোলগুলো ছিল চমৎকার ও দর্শনীয়। ’
আর্জেন্টিনার জার্সি গায়ে ম্যারাডোনা খেলেছেন ৯১টি ম্যাচ। যেখানে তিনি গোল করেছেন ৩৪টি। অপরদিকে আর্জেন্টাইন বর্তমান অধিনায়ক মেসি দেশের জার্সি গায়ে খেলেছেন ৯৭টি ম্যাচ। আর মেসির পা থেকে আর্জেন্টিনার পক্ষে গোল এসেছে ৪৫টি।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘন্টা, মে ১৪, ২০১৫
আরএম