ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

জামালের পরাজয়ের দিন 'কলঙ্কিত ফুটবল'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫০, মে ১৪, ২০১৫
জামালের পরাজয়ের দিন 'কলঙ্কিত ফুটবল' ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আবাহনী-মোহামেডানের খেলা হলেই মাঠে খেলা দেখতে আসতো হাজারো দর্শক। আর চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবল ক্লাবের খেলাকে কেন্দ্র করে স্টেডিয়ামে লেগে যেত মারামারি।

তাতে যোগ দিতেন খেলোয়াড়, ক্লাব কর্মকর্তাসহ আগত দর্শক-সমর্থকরা। কিন্তু সেই দিন আর নেই। আবাহনী-মোহামেডার দ্বৈরথ আগের মতো আর জমে না। তার থেকে শেখ রাসেল-শেখ জামালের ম্যাচগুলো অনেক বেশি উত্তেজনা ছড়ায়।

বৃহস্পতিবার শেখ জামাল বনাম ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচটি বেশ উত্তেজনা পূর্ণ ছিল। ম্যাচ জুড়ে আবাহনীর সমর্থনে আগত শতাধিক দর্শকই চিৎকার করে ম্যাচে প্রাণের অস্তিত্বের আভাস দিয়ে যাচ্ছিল।

এ ম্যাচের দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জামালের নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। তিনি মাঠ ছেড়ে যাবার সময় দর্শকরা তাকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। এতে ক্ষেপে গিয়ে দর্শকদের দিকে বোতল ছুঁড়ে মারেন ডার্লিংটন। ঘটনা সামাল দিতে মাঠে থাকা কর্তব্যরত পুলিশও আটকে রাখতে পারছিলেন না তাকে।

পরিস্থিতি শান্ত করতে গেলে দর্শকদের উগ্র মনোভাবের শিকার হন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের খেলোয়াড় ও বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামও।

এরপর রাগান্বিত হয়ে দর্শকদের দিকে তেড়ে যান মামুনুল ইসলাম! তিনিও সংঘর্ষে জড়িয়ে পড়েন আবাহনীর সমর্থকদের সাথে। তবে কোন বড় ধরণের দুর্ঘটনা ছাড়াই মাঠ ছাড়েন ডার্লিংটন-মামুনুলরা।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ১৪ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।