ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

মা’কে আর বৌকে গোল উৎসর্গ করলেন ওয়াহেদ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ১৪, ২০১৫
মা’কে আর বৌকে গোল উৎসর্গ করলেন ওয়াহেদ ছবি: শোয়েব মিথুন /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলমান প্রিমিয়ার লিগে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর কাছে ২-০ গোলে পরাজিত হয় শেখ জামাল। এ ম্যাচে আবাহনীর জয়ের নায়ক ওয়াহেদ আহমেদ।

দুটি গোলই করেন তিনি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আবাহনীর জয়ের নায়ক ওয়াহেদ আহমেদ বলেন, 'আমি সত্যিই আনন্দিত। লিগে অনেকগুলো ম্যাচে আমি খেলতে পারিনি ব্যক্তিগত নানা কারণে। তারপর গোলও পাচ্ছিলাম না। এ ম্যাচে জোড়া গোল দু’টির একটি আমার মাকে, আরেকটি গোল আমার বৌকে উৎসর্গ করতে চাই। '

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে বিয়ে করেছেন ওয়াহেদ। আজ মাঠে ওয়াহেদ নববধু খেলা দেখতে এসেছিলেন।    

এদিকে জামালের কোচ মারুফুল হক জানালেন, 'যোগ্য দল হিসেবে আবাহনী জিতেছে। তবে আমি মোটেও খুশি নই খেলোয়াড়দের পারফরম্যান্সে। তারা ঠিক মতো খেলে যেতে পারেনি। আক্রমণভাগ তার শতভাগ খেলতে পারেনি। ভালো ভাবে লিগ শুরু করেও পরাজয় এড়াতে ব্যর্থ হয়েছি। '

আবাহনীর কোচ জর্জ কোটন বলেন, 'আমাদের ছেলেরা ভালো খেলেছে। জামালের বিপক্ষে ভালো খেলেই জয়ের ধারায় ফিরেছে ছেলেরা। এ ম্যাচে ওয়াহেদ খুবই ভালো খেলেছে। '

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ১৪ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।