ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

রোনালদোর দান করার খবর অসত্য

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৫, মে ১৪, ২০১৫
রোনালদোর দান করার খবর অসত্য ছবি : সংগৃহীত

ঢাকা: নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর ক্রিস্টিয়ানো রোনালদোর অর্থ সহায়তার বিষয়টি অস্বীকার করেছে দাতব্য প্রতিষ্ঠান ‘সেভ দ্য চিলড্রেন। ’ তাদের পক্ষ থেকে এ জাতীয় খবরকে সম্পূর্ণ অসত্য বলে দাবি করা হয়েছে।



এর আগে ‘সো ফুট’ নামক ফ্রেঞ্চ ম্যাগাজিনে রোনালদোর দান করার বিষয়টি উল্লেখ করা হয়। এর মাধ্যমে জানা যায়, ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের শিশুদের সহায়তার জন্য সেভ দ্য চিলড্রেনকে ৭ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা করেন রোনালদো। শেষ পর্যন্ত এটি অসত্য বলেই প্রমাণিত হলো।

সেভ দ্য চিলড্রেন প্রতিষ্ঠানটি অনুন্নত দেশে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এছাড়াও কোনো প্রকার যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে জরুরী ভিত্তিতে শিশুদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বব্যাপী তাদের বেশ সুনাম রয়েছে।

নিজেদের ওয়েবসাইটে তারা জানায়, ‘সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রোনালদো নেপালসহ বিশ্বের অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। তবে, সম্প্রতি নেপালের শিশুদের জন্য তার অর্থ সহায়তার ব্যাপারটি মোটেই সত্য নয়। ’

উল্লেখ্য, ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে নেপালে প্রায় আট হাজার  মানুষের প্রাণহানি ঘটে। আর ১২ মে দ্বিতীয় দফার ভূমিকম্পে আরো বেশ কিছু মানুষ মারা যান।

বাংলাদেশ সময়: ২১১০ ঘন্টা, মে ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।