ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া-ডিনিপরো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৩, মে ১৫, ২০১৫
ইউরোপা লিগের ফাইনালে সেভিয়া-ডিনিপরো সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগের পর ইউরোপা লিগের দুই ফাইনালিস্টও চূড়ান্ত হলো। সেমিফাইনালের ফিরতি পর্বের ম্যাচে নাপোলিকে ১-০ গোলে ডিনিপরো এবং ফিওরেন্তিনা ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া।



এর আগে প্রথম লেগের খেলায় ইউক্রেনের ক্লাব ডিনিপরোর সঙ্গে ১-১ গোলে ড্র করে নাপোলি। অন্যদিকে, নিজেদের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পায় স্প্যানিশ ক্লাব সেভিয়া।

দিনিপরোর মাঠে খেলার শুরু থেকেই বল দখলের লড়াইযে এগিয়ে থাকে নাপোলি। আক্রমণের দিক থেকেও তারা এগিয়ে ছিল। কিন্তু, কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না হিগুয়েইন-লোপেজরা। প্রথমার্ধ থাকে গোলশূণ্য ড্র।

দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে লিড নিয়ে নাপোলিকে স্তব্ধ করে দেয় স্বাগতিকরা। ব‍াম প্রান্ত থেকে মিডফিল্ডার কোনোপ্লায়াঙ্কার ক্রস থেকে বল জালে জড়ান স্ট্রাইকার ইয়েভহেন সেলেজেনইয়ভ। গোল পরিশোধ করতে না পারায় রাফায়েল বেনিতেজের শিষ্যরা নিধারুণ হতাশা নিয়েই মাঠ ছাড়ে।

অপর ম্যাচে নিজেদের মাঠে বাঁচা-মরার লড়াইয়ে খেলতে নামে ফিওরেন্তিনা। খেলার শুরু থেকেই বল পজিশনসহ আক্রমণের দিক থেকে প্রতিপক্ষের ডিফেন্সকে ব্যস্ত রাখে স্বাগতিকরা। কিন্তু, প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় সেভিয়া। ২২ মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার এবার বানেগার ফ্রি-কিক থেকে কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কা প্রথম গোলটি করেন। পাঁচ মিনিট পর বানেগার ফ্রি-কিক থেকেই লিড দ্বিগুন করেন পর্তুগিজ ডিফেন্ডার ড্যানিয়েল ক্যারিকো।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে ডি-বক্সের মধ্যে ডেভিড পিজারোকে ট্যাকল করে বসেন সেভিয়ার মিডফিল্ডার ক্রাইচোউইয়াক। তবে, পেনাল্টি পেয়েও তা মিস করেন জোসেফ লিসিক। তাই নির্ধারিত সময় শেষে বানেগা-বাক্কারা প্রত্যাশিত জয় নিয়েই মাঠ ছাড়ে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘন্টা, মে ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।