ঢাকা: ইমানুয়েল ওর্তেগা নামের এক আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ মৃত্যুর পর দেশটির ঘরোয়া ফুটবল লিগের সকল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
২১ বছর বয়সী ওর্তেগা সান মার্টিন ডি বুরজাকোর ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন। পঞ্চম টায়ারের এ ম্যাচে খেলার এক পর্যায়ে প্রতিপক্ষ জুভেন্টিড ইউনিডার অ্যালেক্সিজ ভালেনজুয়েলার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যান। এ সময় মাঠের বাউন্ডারি সীমানার বাইরে থাকা কনক্রিটের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে ওর্তেগার মাথায় পেছনের অংশ।
দ্রুতই তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারও করা হয়। নিবিড় পরিচর্যায় ১১ দিন তাকে রাখা হয়েছিল। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে শেষ পর্যন্ত হেরে যান ওর্তেগা।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৫ মে ২০১৫
এমআর/