ঢাকা: আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা এবং তার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানোকে পরের বছর কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে বলে জানিয়েছে ইতালির একটি আদালত। ইতালির কর সংগ্রাহক এজেন্সি সম্পর্কে আপত্তিকর কথা বলার জন্য তাকে তলব করা হতে পারে।
ইতালির আদালতটির বিচারক চিয়ারা গিয়ামার্কো জানিয়েছেন, ইকুইতালিয়া ট্যাক্স কালেকশন এজেন্সি সম্পর্কে বিভিন্ন সময়ে মিডিয়াতে আপত্তিকর মন্তব্য করার জন্য ম্যারাডোনা ও তার আইনজীবীকে পরের বছর (১৬ জুলাই ২০১৬) আদালতে হাজির হতে হবে।
ট্যাক্স কালেকশন এজেন্সিটি ম্যারাডোনার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছিল। এরপরই এজেন্সিটির বিরুদ্ধে ক্ষেপে উঠেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সাবেক এ তারকা।
ইকুইতালিয়া ট্যাক্স কালেকশন এজেন্সি ২০১৩ সালে ম্যারাডোনার প্রদান করা ট্যাক্স নিয়ে আপত্তি তোলে। ১৯৮৪ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইয়ালিয়ান ক্লাব নাপোলির হয়ে খেলেছিলেন ম্যারাডোনা। এ সময় তিনি ইতালিয় সরকারকে সব মিলিয়ে ৩৯ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ করে আসছিল ট্যাক্স কালেকশন এজেন্সিটি।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ১৫ মে ২০১৫
এমআর