ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

সুয়ারেজের মাঠে নামা অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, মে ১৫, ২০১৫
সুয়ারেজের মাঠে নামা অনিশ্চিত লুইস সুয়ারেজ

ঢাকা: লা লিগায় অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজের খেলা অনিশ্চিত। বৃহস্পতিবার (১৪ মে) হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ‍তিনি অনুশীলন করতে পারেন নি।



অন্যদিকে, লেফট ব্যাক দানি আলভেজ কিছুটা ইনজুরি সমস্যায় ভুগলেও তা এতো গুরুতর নয়। ব্রাজিলিয়ান এ ডিফেন্ডার অবশ্য আলাদাভাবে অনুশীলন করেছেন।

চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে ইনজুরি আক্রান্ত হন সুয়ারেজ। বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতেই তার বদলি হিসেবে মাঠে নামেন পেদ্রো রদ্রিগেজ। তখন থেকেই তাকে নিয়ে শঙ্কা সৃষ্টি হয়।

বার্সা কর্তৃপক্ষ এক বিবৃতির মাধ্যমে জানায়, অ্যাতলেতিকোর বিপক্ষে সুয়ারেজের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। তিনি এই ম্যাচে খেলবেন কিনা তা পরবর্তী অনুশীলনেই নিশ্চিত হবে। তবে, খুব শিগগিরিই মেসি, নেইমারের সঙ্গে তাকে আক্রমণভাগে দেখা যাবে।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাতলেতিকোর বিপক্ষে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে কাতালানরা। সেই সঙ্গে ট্রেবল জয়ের পথে এক ধাপ এগিয়ে যাবে লুইস এনরিকের শিষ্যরা। রোববার (১৭ মে) বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।