ঢাকা: শনিবার (১৬ মে) অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ঘরের মাঠে এটিই হবে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচ।
এ মৌসুম শেষেই আমেরিকায় পাড়ি জমাবেন লিভারপুল কিংবদন্তি জেরার্ড। খেলবেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে। এ বছরের শুরুতে ক্লাবটির সঙ্গে তিনি দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।
১৭ বছর বয়স থেকেই লিভারপুলের হয়ে খেলছেন জেরার্ড। অল রেডসদের হয়ে এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সাতশ’র বেশি ম্যাচে অংশ নিয়েছেন। প্রিমিয়ার লিগে ৫০২ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ১১৯টি।
এক সাক্ষাৎকারে জেরার্ড বলেন, ‘ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি যেভাবেই হোক জিততে চাই। এতে করে অ্যানফিল্ডে সমর্থকদের সামনে সম্মানজনক বিদায় নেওয়া সম্ভব হবে। ম্যাচ শেষে সবাইকে বিদায় জানানোর সময় যে আবেগময় পরিবেশের সৃষ্টি হবে তা এখনই টের পাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘন্টা, মে ১৫, ২০১৫
আরএম