ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

অ্যানফিল্ডে জেরার্ডের বিদায়ী ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, মে ১৫, ২০১৫
অ্যানফিল্ডে জেরার্ডের বিদায়ী ম্যাচ স্টিভেন জেরার্ড

ঢাকা: শনিবার (১৬ মে) অ্যানফিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। ঘরের মাঠে এটিই হবে স্টিভেন জেরার্ডের বিদায়ী ম্যাচ।

২৪ মে স্টোক সিটির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগকেও বিদায় জানাবেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

এ মৌসুম শেষেই আমেরিকায় পাড়ি জমাবেন লিভারপুল কিংবদন্তি জেরার্ড। খেলবেন মেজর লিগ সকারের লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে। এ বছরের শুরুতে ক্লাবটির সঙ্গে তিনি দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন।

১৭ বছর বয়স থেকেই লিভারপুলের হয়ে খেলছেন জেরার্ড। অল রেডসদের হয়ে এখন পর্যন্ত সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সাতশ’র বেশি ম্যাচে অংশ নিয়েছেন। প্রিমিয়ার লিগে ৫০২ ম্যাচে মাঠে নেমে গোল করেছেন ১১৯টি।

এক সাক্ষাৎকারে জেরার্ড বলেন, ‘ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি যেভাবেই হোক জিততে চাই। এতে করে অ্যানফিল্ডে সমর্থকদের সামনে সম্মানজনক বিদায় নেওয়া সম্ভব হবে। ম্যাচ শেষে সবাইকে বিদায় জানানোর সময় যে আবেগময় পরিবেশের সৃষ্টি হবে তা এখনই টের পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘন্টা, মে ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।