ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লড়বে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা আর ইতালির জায়ান্ট জুভেন্টাস। ফাইনালের এ ম্যাচকে নিয়ে যতটা আলোচনা হচ্ছে, তার থেকে কমে নেই বার্সা তারকা লুইস সুয়ারেজ আর জুভি তারকা জর্জিও চিয়েল্লিনি এবং প্যাট্রিক এভরাকে নিয়ে।
গত বিশ্বকাপ উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ ইতালির ফুটবলার চিয়েল্লিনিকে ‘কামড়’ দিয়ে সাড়া ফেলে দিয়েছিলেন গোটা ফুটবল বিশ্বে। পরিণতিতে চার মাসের নিষেধাজ্ঞা পান উরুগুয়ের তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেই কামড় কাণ্ডের পর আবারো মুখোমুখি হচ্ছেন সুয়ারেজ আর চিয়েল্লিনি। হাইভোল্টেজ এ ম্যাচের সঙ্গে সুয়ারেজ-চিয়েল্লিনির দিকেও আলাদা নজর থাকবে ফুটবল প্রেমীদের।

এখানেই শেষ নয়। জুভিদের আরেক তারকা প্যাট্রিক এভরার সঙ্গেও অতীত দ্বন্দ্ব রয়েছে সুয়ারেজের। ২০১২ সালে লিভারপুলের সাবেক তারকার সঙ্গে বর্ণবিদ্বেষমূলক ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন এভরা।
লিভারপুলে খেলার সময় এভরার সঙ্গে একাধিকবার ঝামেলা পাকিয়েছিলেন সুয়ারেজ। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সময় এভরা বহুবার সুয়ারেজের চক্ষুশূল হন।
সুয়ারেজকে আট ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং ৪০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। এরপর থেকে এভরার সঙ্গে হাত মেলাননি সুয়ারেজ।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার পরই এ বিষয়গুলো ফুটবল প্রেমীদের সামনে আবারো উঠে এসেছে।
আগামী ৬ই জুন জার্মানির বার্লিনে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা আর জুভেন্টাস। সে ম্যাচে দেখা যাবে সুয়ারেজ-চিয়েল্লিনি আর এভরার মাঝে অতীত দ্বন্দ্ব থাকছে কি না!
সুয়ারেজ-এভরার দ্বন্দ্ব:
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১৫ মে ২০১৫
এমআর