ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

সেরেনা ও মারের নাম প্রত্যাহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, মে ১৫, ২০১৫
সেরেনা ও মারের নাম প্রত্যাহার

ঢাকা: বিশ্বের এক নম্বর মহিলা টেনিস খেলোয়াড় সেরেনা উইলিয়ামস ইতালিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এর আগে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন অ্যান্ডি মারে।



গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারবেন না বলে জানিয়েছেন সেরেনা। ৩৩ বছর বয়সী সেরেনা রোম মাস্টার্সের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।

চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও ২৪ মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের জন্য নিজেকে প্রস্তুত করবেন বলে জানিয়ে সেরেনা বলেন, আমি জানি টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত হয়েছে। আপনি জানেন নিজের নাম কোনো কারণ ব্যাতীত প্রত্যাহার করে নেওয়া আমার পছন্দের কাজ না।

১৯বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা আরও যোগ করেন, আমি সত্যিই মারাত্মক চোট পেয়েছি। সার্ভ করার সময় আমি নিজের সেরাটা দিতে পারছি না। তবে, দুঃশ্চিন্তার কিছু নেই। প্যারিস ওপেনেই আমি ফিরে আসবো।

এদিকে, অ্যান্ডি মারে টেনিসের লম্বা সূচির কারণে ক্লান্তির জন্য বিশ্রাম নেওয়ার কথা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ১৫ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।