ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

খেলা

অমৃতলাল দাবায় আমিনুল চ্যাম্পিয়ন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, মে ১৫, ২০১৫
অমৃতলাল দাবায় আমিনুল চ্যাম্পিয়ন

বরিশাল: বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ৯ ম্যাচে সাড়ে সাত পয়েন্ট পেয়ে বরিশালে অনুষ্ঠিত ‘অমৃতলাল দে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছেন।

সমান সাত পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে একই দলের ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ রানারআপ এবং মোহাম্মদ সাগর তৃতীয় হন।



শুক্রবার (১৫ মে) নবম ও শেষ রাউন্ডের উল্লেখ্যযোগ্য খেলায় আমিনুল শফিককে, নাসির এনায়েতকে ও সাগর দেবরাজকে হারান।

সুইস লিগ পদ্ধতিতে এ দাবা আসরে ৬১ দাবাড়ু অংশ গ্রহণ করেন। এর মধ্যে ১ জন ভারতের দাবাড়ু ছিলেন। বরিশাল চেস ক্লাবের আয়োজনে খেলাগুলো স্থানীয় আব্দুল খালেক পাঠাগারে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্ট ডিরেক্টর ছিলেন এএসএম সাইফুল। খেলা পরিচালনা করেন আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ ও জাতীয় আরবিটার এসএস শরীফুজ্জামান সূর্য।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ১৫ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।