ঢাকা: বাংলাদেশে অবস্থানকারী জাপানিজ কমিউনিটির সঙ্গে বাংলাদেশের ফ্রেন্ডশিপ বেসবল ম্যাচ শুক্রবার (১৫ মে) সকালে ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়।
২০০৬ সালে বেসবল শুরু হওয়ার পর থেকে এই প্রথম কোন বিদেশী দলের বিপক্ষে ম্যাচ খেলল বাংলাদেশ।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন জাপান-বাংলাদেশ প্রীতি ম্যাচের জন্য ২৫ জন খেলোয়াড় বাছাই করে। জাপানিজ কোচ হিরোকি ওয়াতেনেবে বাংলাদেশের খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন।
বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশন আয়োজিত তিন ঘণ্টাব্যাপী এই প্রীতি বেসবল ম্যাচে জাপানিজ কমিউনিটি ১৩-৩ পয়েন্টে বাংলাদেশকে হারায়।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ১৫ মে ২০১৫
ইয়া/এমআর