ঢাকা: স্প্যানিশ লা লিগায় পরের ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা এবং অ্যাতলেতিকো মাদ্রিদ। চলতি আসরের শীর্ষে থাকা বার্সার তিন ‘দানব’ খ্যাত লিওনেল মেসি, লুইস সুয়ারেজ আর নেইমারকে ভয় পাচ্ছেন না অ্যাতলেতিকো মাদ্রিদের গোলরক্ষক জন ওব্লাক।
‘এমএসএন’ বা মেসি, সুয়ারেজ এবং নেইমার চলতি মৌসুমে কাতালানদের হয়ে গোল করেছেন একশটিরও বেশি। বিশ্বসেরা লাইনআপের এ তিন তারকা স্ট্রাইকার একসাথে জ্বলে উঠলে প্রতিপক্ষের ডিফেন্সকে এক কথায় পুরো নব্বই মিনিট ব্যস্ত সময় কাটাতে হয়।
ওব্লাকের সামনে দায়িত্বে থাকা অ্যাতলেতিকোর ডিফেন্ডারদের চলতি মৌসুমে নাস্তানাবুদ করে ছেড়েছেন মেসি, সুয়ারেজ আর নেইমার। তবে, পরের ম্যাচে ট্রেবল জয়ের দুয়ারে থাকা বার্সার তিন তারকাকে রুখে দিতে বদ্ধ পরিকর দিয়েগো সিমিওনের শিষ্যরা, এমনটি জানিয়েছেন দলটির গোলরক্ষক ওব্লাক।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমরা মেসি, সুয়ারেজ আর নেইমারে ভীত নই। কিন্তু তাদের রুখে দেওয়ার কাজটি বেশ কঠিন। এটা শুধু আমার একারই কাজ নয়। পুরো দল সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমার পাশে থাকবে। আমার দৃঢ় বিশ্বাস ভালো খেলে বার্সাকে সর্বোপরি মেসি, সুয়ারেজ আর নেইমারকে আটকাতে পারব।
স্প্যানিশ কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচে আর্জেন্টাইন স্ট্রাইকার মেসির একটি পেনাল্টি শট রুখে দিয়েছিলেন ওব্লাক। ফলে, পরের ম্যাচের আগে বেশ আত্মবিশ্বাসের ভঙ্গিতে ওব্লাক জানালেন, মেসি অসাধারণ ফুটবলার তাতে কোনো সন্দেহ নেই। মেসির মতো বার্সায় আরও গোলস্কোরার রয়েছে। তবে, মেসিকে আটকানো বেশ কঠিন কাজ। দেখা যাক পরের ম্যাচে কি হয়।
ওব্লাক আরও যোগ করেন, অ্যাতলেতিকোর সামনে কোনো দলই অপরাজেয় নয়। অবশ্যই বার্সাকেও আমরা হারাতে পারব।
লুইস এনরিকের অধীনে এ মৌসুমের সম্ভাব্য সব শিরোপাই ঘরে তোলার অপেক্ষায় বার্সেলোনা। ইতোমধ্যেই চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পরবর্তী ম্যাচে জিতলে এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করবে মেসি-নেইমার-সুয়ারেজরা।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ১৬ মে ২০১৫
এমআর