ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

সেমিতে শারাপোভা, নাদালের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, মে ১৬, ২০১৫
সেমিতে শারাপোভা, নাদালের বিদায় ছবি : সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান ওপেনের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভা। সেমিতে উঠতে রুশ এ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কাকে সরাসরি সেটে হারিয়েছেন।



কোয়ার্টার ফাইনালের ম্যাচে শারাপোভা ৬-৩, ৬-২ সেটে জয় পান। ম্যাচ জিততে তার সময় লাগে দেড় ঘন্টা।

সেমিফাইনালে শারাপোভাকে লড়তে হবে তারই স্বদেশী দারিয়া গ্যাভরিলোভার বিপক্ষে।

এদিকে, কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। স্তানিসলাস ভাভরিঙ্কার কাছে হেরে সেমিফাইনালের আগে বিদায় নেন রাফা।

ভাভরিঙ্কার বিপক্ষে ম্যাচে ৭-৬, ৬-২ সেটে হারেন নাদাল। দু’জনের প্রথম সেট গড়ায় টাইব্রেকারে। তবে, নাদালকে অবাক করে দিয়ে প্রথম সেটে ৭-৬ তে জেতেন ভাভরিঙ্কা। আর দ্বিতীয় সেটে ৬-২ এ হেরে বসেন ক্লে কোর্টের রাজা নাদাল।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ১৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।