ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

কাকার পাশে খেলতে পারেন ‘চিচারিতো’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৮, মে ১৬, ২০১৫
কাকার পাশে খেলতে পারেন ‘চিচারিতো’

ঢাকা: মেক্সিকোর তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে (চিচারিতো) পরের মৌসুমে দেখা যেতে পারে মেজর লিগ সকারে। রিয়াল মাদ্রিদের বর্তমান এ চমক জাগানিয়া ফুটবলারকে ব্রাজিল তারকা কাকার পাশে অরলান্দো সিটির হয়ে খেলতে দলে ভেড়াতে চায় দলটি।



ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১০২ ম্যাচ খেলা হার্নান্দেজকে চলতি মৌসুমে রিয়াল ধারে খেলাচ্ছে। ইংলিশ প্রিমিয়ারের দল থেকে স্প্যানিশ দলে এ পর্যন্ত ২১টি ম্যাচে খেলেছেন এ মেক্সিকান।

অরলান্দো সিটির ম্যানেজার পল ম্যাকডং জানিয়েছেন, আমরা বেশ কিছুদিন থেকে দলে ভালো ফুটবলার যোগ করতে চাচ্ছি। আর সে হিসেবে আমাদের প্রথম পছন্দ হার্নান্দেজ। আমার বিশ্বাস কাকার মতো বড় তারকাদের পাশে খেলে সে এখানে ভালো করবে।

দলটির কোচ আদ্রিয়ান হেথ এ প্রসঙ্গে বলেন, আমি দলের ম্যানেজারের সঙ্গে একমত। রিয়ালে চিচারিতো (হার্নান্দেজের ডাক নাম) যেভাবে খেলে চলেছে তাতে মনে হয় মেজর লিগ সকারে এসে সে নিজেকে প্রমান করতে পারবে। এখানের কোনো দলই তাকে নিতে অনিচ্ছা প্রকাশ করবে না।

ব্রাজিলের অ্যাটাকিং মিডফিল্ডার কাকা মেজর লিগ সকারে অরলান্দো সিটির হয়ে খেলে থাকেন। চুক্তি অনুযায়ী রিয়াল চিচারিতোকে ছেড়ে দিলে অরলান্দো সিটি তাকে দলে ভেড়াতে চাইবে। মেক্সিকোর হয়ে ৭২ ম্যাচ খেলা হার্নান্দেজ ক্লাব ও দেশের জার্সি গায়ে ১৩৫টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ১৬ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।