ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

ঐতিহাসিক ট্রেবল জয়ে ‘বোম্ব প্রুফ’ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মে ১৬, ২০১৫
ঐতিহাসিক ট্রেবল জয়ে ‘বোম্ব প্রুফ’ বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: এ মৌসুমে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। সেই সঙ্গে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সামনে ট্রেবল জয়ের হাতছানি দিচ্ছে।

আর এই সপ্তাহেই ট্রেবল জয়ের প্রথম ধাপে পাঁ দেয়া কাতালানদের বর্তমান ফর্মকে ‘বোম্ব প্রুফ’ হিসেবে অনুভব করছেন দলটির তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে।

বার্সা ইতোমধ্যে চ্যাম্পিয়নস লিগ ও কোপা দেল রে’র ফাইনাল নিশ্চিত করেছে। আর রোববার (১৭ মে) ভিসেন্তে কালদরনে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতলেই লা লিগার শিরোপা ঘরে উঠবে দলটির।

তবে বার্সার এমন এগিয়ে যাওয়াটা মৌসুমের মাঝে কল্পনাও করতে পারেন নি বলে জানান পিকে। তিনি আরো জানান, গত জানুয়ারীতে দলটির অবস্থা খুবই খারাপ ছিল। যখন তারা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হেরে কোচ লুইস এনরিকের বরখাস্ত হওয়ার মত কথা শুনেছিল।

এক সংবাদ সম্মেলনে পিকে বলেন, ‘ট্রেবল জয় করা খুবই কঠিন তবে এটি আনন্দেরও বটে। আমরা গত জানুয়ারীতে এটা চিন্তাও করতে পারিনি এমনকি মৌসুমের শুরুতেও। সর্বশেষ আমরা যেবার ট্রেবল জিতেছিলাম তখনও এমন কঠিন সময় পার করেছিলাম। তবে সে অবস্থায় আমরা কঠিন সময় অতিক্রম করেছিলাম। আর এই দলটি একটি ‘বোম্ব প্রুফ’ দল। ’

তিনি আরো বলেন, ‘আমরা এখনও কোন শিরোপা জিতিনি। আমাদের মনোযোগ এখন পুরোপুরি মাঠের ওপর রাখতে হবে। আমি লা লিগা জিততে চাই জানিনা এটা কোথায় বা কখন হবে। এটা কালদেরনেও হতে পারে তবে ফুটবলাররা জানেনা কোথায় তারা শিরোপা জিতবে। ’

পরে লিওনেল মেসি, নেইমার ও সুয়ারেজের প্রসংশা করে পিকে আরো যোগ করেন, ‘আমি স্ট্রাইকিং পজিসনে এই তিন জনে মত কখনো দেখিনি। আমরা অসাধারণ কিছু ফুটবলারের সঙ্গে খেলেছি। তবে এরা দুর্দান্ত। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।