ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

লিভারপুলের জার্সি গায়ে জেরার্ডের শেষ ম্যাচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, মে ১৬, ২০১৫
লিভারপুলের জার্সি গায়ে জেরার্ডের শেষ ম্যাচ ছবি: সংগৃহীত

ঢাকা: ১৭ বছরের ক্যারিয়ার শেষে প্রিয় ক্লাব লিভারপুলকে বিদায় জানিয়েছেন স্টিভেন জেরার্ড। আর আজ রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অল রেডসদের হয়ে শেষ বারের মত জার্সি পড়বেন এ মিডফিল্ডার।



এ মৌসুম শেষেই জেরার্ড পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল লা গ্যালাক্সিতে। আর মেজর লিগে যোগ দেয়ার এখনই সেরা সময় বলে মনে করেন লিভারপুলের অধিনায়ক জেরার্ড।

১৭ বছরের লিভারপুল ক্যারিয়ারে জেরার্ড অন্তত অন্য ১০টি ক্লাবে খেলার প্রস্তাব পেয়েছিলেন। তবে ৩৪ বছরের এ তারকা চেলসি ও রিয়াল মাদ্রিদের মত শীর্ষস্থানীয় ক্লাবকেও প্রত্যাখ্যান করেছিলেন।

লিভারপুলের মধ্যে মাঠে অসাধারণ ভূমিকা রাখা জেরার্ড দলটির হয়ে সর্বমোট ৭০৬টি ম্যাচ খেলেছেন। যেখানে বহু গোলের সহায়তার পাশাপাশি তিনি ১৮৩টি গোল করেছেন।

জেরার্ডের থাকাকালীন লিভারপুল বেশ কয়েকটি শিরোপার মধ্যে চ্যাম্পিয়নস লিগের শিরোপাও জিতেছে (২০০৫)।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।