ঢাকা: ‘মার্সেল রেফ্রিজারেটর ১৮তম প্রথম বিভাগ কাবাডি লিগ-২০১৫’ (১৭ মে) শুরু হচ্ছে রোববার। চলবে ২৪ মে পর্যন্ত।
শনিবার (১৬ মে) সংশ্লিষ্টদের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় লিগে পৃষ্টপোষকতা দিচ্ছে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল।
এবারের প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল-ফারুক স্মৃতি সংসদ, অর্বাচীন ক্রীড়াচক্র, ম্যানসিটি ক্লাব, সিংনা সংঘ, মানিকনগর উন্নয়ন সমিতি, স্বর্ণালী সংসদ, ইনস্টিটিউট অব কাবাডি, মৌলভী সুরজ্জামাল স্মৃতি সংসদ, সাত রওজা নবীন সংঘ, স্টার স্পোর্টস, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংঘ।
রোববার সকাল ১১টায় প্রতিযোগিতায় প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
লিগ কমিটির চেয়ারম্যান রতন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) উপস্থিত থাকবেন।
লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। শীর্ষস্থানধারী দুটি দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে। আর রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে।
লিগের সেরা তিনজন খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে বলে জানানো ওই বিজ্ঞপ্তিতে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১৬, ২০১৫
পিআর/এমএ