ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সার্বিক ব্যবস্থাপনায়, হোটেল অস্টার ইকো’র পৃষ্ঠপোষকতায় কক্সবাজারের ঊর্মি পয়েন্টে চলছে দুই দিন ব্যাপি “হোটেল অস্টার ইকো প্রথম বীচ রাগবি প্রতিযোগিতা-২০১৫”।
এই প্রতিযোগিতা উপলক্ষে আজ ১৬ মে শনিবার সকালে লাবনী পয়েন্ট বীচে পর্যটক ও স্থানীয়দের জনসচেনতা বাড়ানোর জন্য সেভ ইনভাইরনমেন্ট সেভ ওয়ার্ল্ড কর্মসূচি পালন করে বাংলাদেশ রাগবি ফেডারেশন।
এই র্যালীতে অংশ নেয় প্রথম বীচ রাগবি প্রতিযোগিতায় অংশ নেয়া ৫টি দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মি.হারুণ, টুর্নামেন্টের সেক্রেটারী ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য দিন ইমলামসহ অন্যান্যরা।
এই কর্মসূচি সম্পর্কে বাংলাদেশ রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বলেন, 'কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এই বীচ আমাদের গর্ব। নান্দনিক এই বীচ পরিস্কার রাখা আমাদেরই কর্তব্য। '
সকাল পৌনে নয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত লাবনী পয়েন্ট বীচের প্রায় এক কিলোমিটার জায়গায় পড়ে থাকা ময়লা পরিস্কার করেন র্যালীতে অংশ নেয়া সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইয়া/এমএমএস