ঢাকা: বাংলাদেশ রাগবি ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত প্রথম “হোটেল অস্টার ইকো প্রথম বীচ রাগবি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবুজ দল।
শনিবার প্রথম বীচ রাগবি প্রতিযোগিতায় শিরোপা জয়ের মিশনে মুখোমুখি হয় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা লাল দল ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সবুজ দল।
ফাইনালে চট্টগ্রাম সবুজ দল ৯-৫ পয়েন্টে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা লাল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিরতণ করেন কক্সবাজার চকোরিয়ার সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজরের মেয়র সরোয়ার কামাল, টুর্নামেন্ট কমিটির সেক্রেটারী ও বাংলাদেশ রাগবি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ ও সদস্য দিন ইমলামসহ অন্যান্যরা।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইয়া/এমএমএস