ঢাকা: সিলেটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একাডেমি চালু হয়েছে গত বছরের নভেম্বরে। একাডেমির জন্য হল্যান্ড থেকে আনা হয় কোচ রেনে কোস্টারকে।
এরপর সময় গড়িয়েছে প্রায় ছয় মাস, কিন্তু এখনও কোন বিদেশী কোচের সান্নিধ্য পায়নি ফুটবলাররা। দেশী কোচরাই এখন তাদের প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এরমধ্যেই ব্যাক্তিগত কাজে দক্ষিণ কোরিয়া সফরে যান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। বিদেশী কোচের বিষয়ে তার সাথে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের সভাপতির কথাও হয়েছে। শনিবার দেশে ফিরে বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের জানালেন, ‘আমরা প্রথমে চেয়েছিলাম কোরিয়া থেকে কোচ আনতে। কিন্তু তারা ইংলিশে কথা বলতে পারে না। দোভাষী দিয়েও হবে না, কারণ এ যায়গায় টেকনিক্যাল লোক পাওয়া যাবে না। আর ভাষাগত সমস্যা জাপানেও বিদ্যমান। আমাদের বাচ্চারা ওদের ভাষা বুঝবে না। তাই চাচ্ছি ইউরোপ থেকে কোচ আনতে। ’
দক্ষিণ কোরিয়ায় গিয়ে জাতীয় দল অনুশীলন ক্যাম্পও করতে পারে বলে জানালেন কাজী সালাউদ্দিন, ‘ক্রুইফ যখনই চান তখনই কোরিয়াতে জাতীয় দলকে পাঠানো হবে। সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। একই সঙ্গে বাইরের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সহজ হবে আমাদের। ’
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইয়া/এমএমএস