ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে দ্রুত হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন সাউথহ্যাম্পটন ফুটবলার সাইদু মানে। এদিন ঘরের মাঠ সেন্ট ম্যারি স্টেডিয়ামে অ্যাস্ট ভিলার বিপক্ষে মাঠে নামে সাউথহ্যাম্পটন।
দারুণ গতিতে খেলতে থাকা মানে খেলার ১২.২২, ১৩.৪৬ ও ১৫.১৮ সেকেন্ডে গোল করে ২১ বছর পুরোনো এই রেকর্ড ভাঙেন। এর আগে ১৯৯৪ সালে লিভারপুলের তারকা রবি ফ্লাওয়ার ১২ থেকে ১৬ মিনিটের মধ্যে, চার মিনিট ৩৩ সেকেন্ডে হ্যাটট্রিক করে প্রিমিয়ার লিগে দ্রুত হ্যাটিট্রিক করার রেকর্ড গড়েছিলেন।
ম্যাচে শেষ পর্যন্ত স্বাগতিকরা ৬-১ গোলের বিশাল জয় পায়। খেলায় মানের হ্যাটট্রিকের পর ২৬ ও ৩৮ মিনিটে জোড়া গোল করেন শেন লং। আর গার্জিয়ানো পেলে ৮১ মিনিটে আরো একটি গোল করেন। অ্যাস্ট ভিলার হয়ে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ান বেনটেক।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মে ১৬, ২০১৫
এমএমএস