ঢাকা: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) নবনির্বাচিত সভাপতি এটিএম সাইদুজ্জামান এবং সাধারণ সম্পাদক রায়হান আল মুঘনীসহ কমিটির সব সদস্যকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতিসহ নির্বাহী কমিটির সব কর্মকর্তা, বাফুফের সব স্ট্যান্ডিং কমিটির সদস্য ও বাফুফের সব কর্মকর্তা-কর্মচারী আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনের (বিএসজেএ) পঞ্চদশ দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আজ (১৬ মে) এ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অঘোর মন্ডল (ফ্রি ল্যান্স), তারেক মাহমুদ (প্রথম আলো) ও জুনায়েদ হোসেন (একুশে টেলিভিশন)। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রায়হান আল-মুঘনি (ঢাকা ট্রিবিউন) ও যুগ্ম-সম্পাদক পদে এস.এম. সুমন (বৈশাখী টিভি)।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো: সাইদুজ্জামান (কালের কন্ঠ)। এছাড়া অর্থ-সম্পাদক পদে আনিসুর রহমান (ডেইলি স্টার) এবং নির্বাহী সদস্য পদে দিলু খন্দকার (চ্যানেল ২৪), রাকিবুল হাসান (মাছরাঙা টিভি), সাঈদ মোঃ পীতু (দি ইন্ডিপেনডেন্ট), মোঃ ইসাম (ক্রিকইনফো ), আরিফুল ইসলাম রনি (বিডি নিউজ ২৪.কম) ও মিনহাজ উদ্দিন খান (ঢাকা ট্রিবিউন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসজেএর জেষ্ঠ্য সদস্য ও সাবেক জাতীয় ক্রিকেট কোচ জালাল আহমেদ চৌধুরী।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইয়া/এমএমএস