ঢাকা: শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের দ্বিতীয় ম্যাচে ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’ খ্যাত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকারকে। ম্যাচে ব্রাদার্সের হাইতিয়ান ফরোয়ার্ড অগাস্টিন জোড়া গোল করে ছাড়িয়ে যান লিগের শীর্ষ গোলদাতা ইসমাইল বাঙ্গুরাকে।
৯ ম্যাচে এটা ব্রাদার্সের পঞ্চম জয়। ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থান থেকে তারা উঠে গেল চতুর্থ স্থানে। পক্ষান্তরে ৯ ম্যাচে ফেনী সকারের এটা পঞ্চম হার। পয়েন্ট ৮। অবস্থান ১১ দলের মধ্যে আগের মতোই, অষ্টম।

ম্যাচের প্রথম গোলটির জন্য ব্রাদার্সকে অপেক্ষা করতে হয় ২৯ মিনিট পর্যন্ত। এ সময় ফরোয়ার্ড অগাস্টিন বক্সের বাইরে বল পেয়ে বক্সে ঢুকে চমৎকার কৌনিক শটে পরাস্ত করেন সকারের গোলরক্ষক সেলিম উল্লাহ্কে (১-০)। দুই মিনিট পরেই ফেনীর মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুৎ গোল করে সমতায় ফেরান ফেনীকে। সতীর্থ গাম্বিয়ান ফরোয়ার্ড দাউদা সিসের কাছ থেকে স্কয়ার পাস পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের তীব্র শটে বিদ্যুৎ পরাস্ত করেন ব্রাদার্স গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য্যকে (১-১)।
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ব্রাদার্সের অধিনায়ক-মিডফিল্ডার কেস্টার একন গোল করে আবারও দলকে এগিয়ে নেন (২-১)। ইনজুরি সময়ে (৯০+১) প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোল করে ফেনীর পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন অগাস্টিন (৩-১)।
বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, মে ১৬, ২০১৫
ইয়া/এমএমএস