ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

ঘরের মাঠের বিদায় সুখকর হলো না জেরার্ডের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৩, মে ১৭, ২০১৫
ঘরের মাঠের বিদায় সুখকর হলো না জেরার্ডের ছবি: সংগৃহীত

ঢাকা: লিভারপুলের জার্সি গায়ে ঘরের মাঠ অ্যানফিল্ডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন স্টিভেন জেরার্ড। তবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ৩-১ গোলে হেরে বিদায়ী ম্যাচটি সুখকর হলো না অভিজ্ঞ এ মিডফিল্ডারের।



যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লা গ্যালাক্সিতে যোগ দেয়ার আগে এটিই ছিল ঘরের মাঠে জেরার্ডের শেষ ম্যাচ। আর ম্যাচের ২৬ মিনিটে অল রেডস ফুটবলার অ্যাডাম লালানা গোল করলে ভাবা হচ্ছিল অ্যানফিল্ডে জেরার্ডের ৩৫৪তম ম্যাচটি সফলতার সঙ্গে শেষ হচ্ছে।

তবে খেলার প্রথমার্ধের বাঁশি বাজার দুই মিনিট আগে সফরকারী ফুটবলার জেসন পানচেহন অসাধারণ এক ফিকিকে গোল করে খেলায় সমতা আনেন। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে অবশ্য ব্রেন্ডন রজার্সের শিষ্যদের আরো দুটি গোল হজম করতে হয়। খেলার ৬০ মিনিটে ক্রিস্টাল ফুটবলার উইলফ্রেড জাহা গোল করে ২-১ এ লিড নেন।

আর খেলার নির্ধারিত সময়ের এক মিনিট পরে পেনাল্টি পায় ক্রিস্টাল। পেনাল্টি শট নেয়া গ্লেন মারের কিকটি প্রথমে ঠেকিয়ে দেন স্বাগতিক গোলকিপার সিমিওন মিগনোলেট। তবে বল নিয়ন্ত্রণে না রাখতে পারায় ফিরতি শটে গোল আদায় করে নেন তিনি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।