ঢাকা: মন্টপিলিয়ারকে ২-১ গোলে হারিয়ে লিগ ওয়ানে টানা তৃতীয়বারের মত শিরোপা উদযাপন করলো প্যারিস সেন্ট জার্মেই। স্তেদে দি লা মোসোনে পিএসজি’র হয়ে একটি করে গোল করেন ব্লাইসে মাতুইদি ও ইজিকুয়েল লাভেজ্জি।
এদিন ইনজুরির কারণে পিএসজি’র সেরা তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ মাঠে ছিলেন না। সেই সঙ্গে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারন নি থিয়াগো মোত্তা ও মার্কো ভেরাত্তি। যদিও দলটিকে শিরোপা জিততে এ ম্যাচে মাত্র একটি পয়েন্টের প্রোয়োজন ছিল।
ফ্রেঞ্চ লিগে এ ম্যাচের ১৭ মিনিটেই সফরকারীদের হয়ে মৌসুমের পঞ্চম গোল করে দলকে লিড এনে দেন মাতুইদি। আদ্রিয়েন রাবিয়টের পাস থেকে দারুণ দক্ষতায় গোলটি করেন তিনি।

আর খেলার ২৫ মিনিটে সার্জে আউরের অ্যাসিস্টে দলের লিড দ্বিগুন করেন লাভেজ্জি। তবে ম্যাচের ৪০ মিনিটে মোনিয়ার গোল করে মন্টপিলিয়ারের হয়ে ব্যবধান কমান। পরে ২-১ গোলের লিড নিযে বিরতিতে যায় লরা ব্লা’র শিষ্যরা।
বিরতির পর দু’দলের আরো কয়েকটি প্রচেষ্টা অব্যাহত থাকে তবে আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমএমএস