ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

হারের বৃত্তেই রইল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩, মে ১৭, ২০১৫
হারের বৃত্তেই রইল বায়ার্ন ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দাস লিগায় শিরাপা জিতলেও শেষ দিকে এসে হারের ‍বৃত্ত থেকে বের হতে পারছেনা বায়ার্ন মিউনিখ। গতরাতে দুর্বল ফেরিবার্গের বিপক্ষে ২-১ গোলে হারতে হয় পেপ গার্দিওলার শিষ্যদের।

আর এই হারের ফলে লিগে টানা তৃতীয় হারের মুখ দেখলো দলটি।

এর আগে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সেলোনার বিপক্ষে বায়ার্ন ৩-২ গোলে জিতে। তবে দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে হেরে আসর থেকে ছিটকে পড়ে দলটি।

মেজ সোলার স্টেডিয়নে এদিন নিজের ৫০০তম ম্যাচ খেলতে নামে বায়ার্ন তারকা বাস্তিয়ান শোয়াইনস্টাইগার। তবে ম্যাচের প্রথমেই বাভারিয়ানদের হয়ে এ মিডফিল্ডার গোল করে লিড নিলেও শেষ পর্যন্ত গোমরা মুখে মাঠ ছাড়তে হয় তাকে।

ম্যাচের ১৩ মিনিটেই মিচেল উইসারের অ্যাসিস্ট থেকে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে লিড নেন শোয়াইনস্টাইগার। তবে এ লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সফরকারীরা।

খেলার ৩৩ মিনিটে ফ্লেক্স ক্লাউসের পাস থেকে ম্যানুয়েল ন্যুয়ারকে পরাস্ত করে দারুণ একটি গোলে ফেরিবার্গকে ম্যাচে ফেরান অ্যাডমির মেহাম্মেদি। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে বায়ার্ন ব্যবধান বাড়াতে বেশ কয়েকটি আক্রমণ চালায়। তবে স্বাগতিক ডিফেন্ডাররা তা প্রতিহত করে দেন। উল্টো খেলার নির্ধাতির সময়ের এক মিনিট আগে কারিম গুইদির পাস থেকে অসাধারণ একটি গোল করে লিড ২-১ এ নিয়ে যান নিলস পিটারসেন।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।