ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

পর্দা উঠলো মার্সেল রেফ্রিজারেটর কাবাডি লিগের

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, মে ১৭, ২০১৫
পর্দা উঠলো মার্সেল রেফ্রিজারেটর কাবাডি লিগের

ঢাকা: বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দেশের স্বনামধন্য ব্র্যান্ড মার্সেল এর পৃষ্ঠপোষকতায় রোববার থেকে শুরু হয়েছে ‘মার্সেল রেফ্রিজারেটর ১৮তম প্রথম বিভাগ কাবাডি লিগ-২০১৫’। এই লিগ চলবে ২৪ মে পর্যন্ত।



রোববার সকাল ১১টায় এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্ষ্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিগ কমিটির চেয়ারম্যান রতন কুমার সাহা। আরো উপস্থিত ছিলেন লিগ কমিটির সদস্য সচিব কাইউম শিকদার সহ অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, 'বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নে সব সময়ই কাজ করে যাচ্ছে।   ক্রীড়াঙ্গনের উন্নয়নে যা যা প্রয়োজন সবই করা হচ্ছে। আমি মনে করি, এ ধরণের আয়োজন কাবাডিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। '

এবারের প্রতিযোগিতায় ১২টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল: ফারুক স্মৃতি সংসদ, অর্বাচীন ক্রীড়াচক্র, ম্যানসিটি ক্লাব, সিংনা সংঘ, মানিকনগর উন্নয়ন সমিতি, স্বর্ণালী সংসদ, ইনিস্টিটিউট অব কাবাডি, মৌলভী সুরজ্জামাল স্মৃতি সংসদ, সাত রওজা নবীন সংঘ, স্টার স্পোর্টস, মাতুয়াইল মিলন স্মৃতি সংসদ ও শিশু কিশোর সংঘ।
 
লিগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। শীর্ষস্থানধারী দুটি দল প্রিমিয়ার ডিভিশনে খেলার সুযোগ পাবে। আর রেলিগেশনের মাধ্যমে একটি দল দ্বিতীয় বিভাগে নেমে যাবে। লিগের সেরা তিনজন খেলোয়াড়কে মার্সেলের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৭ মে ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।