ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

খেলা

আর্জেন্টাইন বর্ষসেরার আচরণ বদলাতে হবে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৩, মে ১৭, ২০১৫
আর্জেন্টাইন বর্ষসেরার আচরণ বদলাতে হবে ছবি: সংগৃহীত

ঢাকা: গত মৌসুমে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তবে, এখনও ক্লাবটির কোচ লুইস ভ্যান গালের মন জয় করে নিতে পারেন নি আর্জেন্টাইন এ তারকা।



২০১৪ সালের আর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন ডি মারিয়া। দেশটির ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে টপকে সবার সেরা মনোনীত হন ম্যানচেস্টার ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডার। তবে, একটি মৌসুম শেষের পথেও নিজের জাত চেনাতে ব্যর্থ ডি মারিয়া।

ব্রিটিশ রেকর্ড ৮২ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল থেকে রেড ডেভিলসদের হয়ে নাম লেখান ডি মারিয়া। ভ্যান গাল তার এ শিষ্য প্রসঙ্গে বলেন, ডি মারিয়াকে অবশ্যই তার আচরণ বদলাতে হবে। তার দর্শন আর কাজ এক নয়। দলের অনুশীলনেও সে নিজের মতো চলতে চায়।

রিয়ালের হয়ে চার মৌসুমে ১২৪টি ম্যাচ খেলা মারিয়া প্রসঙ্গে ভ্যান গাল আরও যোগ করেন, যখন আপনি কোচিং করাবেন, তখন শিষ্যদের খেলার ধরণ বদলাতে পারবেন। কিন্তু কোনো খেলোয়াড়ের আচরণ বদলাতে পারবেন না। সে দারুণ একজন ফুটবলার। আমি যেভাবে চাই সেভাবে খেলতে চায় না মারিয়া। কিন্তু ক্লাবের জন্য এটা জরুরী।

এখন পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৫ ম্যাচ খেলেছেন ডি মারিয়া। তাতে তার গোলসংখ্যা মাত্র তিনটি। বেশির ভাগ সময়ই ফিটনেস সমস্যায় থেকে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামতে হচ্ছে আর্জেন্টিনার হয়ে ৫৭ ম্যাচ খেলা ডি মারিয়াকে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ১৭ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।